বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, এই বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের বিএনপি ততদিন থাকবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাইতো তারেক রহমানের শক্তহাতে বিএনপি টিকে আছে। মঙ্গলবার দুপুরে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন–চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, নুরুউদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহিলা দলের যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, থানা বিএনপি নেতা খোরশেদ আলম, মোহাম্মদ নাসির, জাহিদুল হোসেন, জাহেদ হোসেন, ২৯নং ওর্য়াড বিএনপির আহবায়ক ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদস্য সচিব মোহাম্মদ শাহাজাহান, ৩০নং ওর্য়াড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর হোসেন, সদস্য সচিব তসলিমুর রহমান, কমল জৌতি বড়ুয়া, নুর জাহেদ বাবলু, ইসমাইল, নুর খাঁন, মোহাম্মদ রাশেদ, ইয়াসির আরাফাত, শেখ আলম রাজু, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুস মিয়া জুয়েল, নাহিদ আলী, কাওসার হোসেন রাব্বী সহ নেতাকর্মীরা।
কেজিডিসিএল : ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়। ব্যানারসহ বর্ণাঢ্য র্যালিটি চট্টগ্রাম শহরের দামপাড়া এলাকার গরিবুল্লা শাহ মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে ‘জুলাই বিপ্লব’–এর অন্যতম শহীদ মোহাম্মদ আলমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। র্যালি শেষে সকাল ১১:০০টায় কেজিডিসিএলের প্রধান কার্যালয়স্থ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাহউদ্দিন। সভায় কেজিডিসিএলের সকল মহাব্যবস্থাপক, উপ–মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ‘জুলাই গণ–অভ্যুত্থানে’র ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর একে একে বক্তৃতা পর্বে আলোচকগণ ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ–অভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য ও শহীদদের অবদানের বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাতকানিয়ায় বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক জামাল হোসেন বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। চব্বিশের গণ অভ্যত্থানের মাধ্যমে খুনী ডাইনী হাসিনা দিল্লী পালাতে বাধ্য হয়েছে। ইন শা আল্লাহ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে জনতার সরকার প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি ৫ আগস্ট বিকালে উপজেলা সদরে সাতকানিয়া উপজেলা, উত্তর সাতকানিয়া এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গণ মিছিলোত্তর সমাবেশে একথা বলেন। এতে জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান বলেন, জেল, জুলুম, মামলা, হামলা, নির্যাতন করে খুনী হাসিনা তার গদী স্থায়ী করতে চেয়েছিল। তবে পারেনি। জেলা বিএনপির সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে জয়ের লক্ষ্যে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে মনোযোগী হতে হবে।এতে জেলা বিএনপি‘র সদস্য হাজী রফিকুল আলম, জেলা বিএনপি‘র সাবেক সদস্য নুরুল কবির, অধ্যাপক এহসান মৌলা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, সাবেক যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, আবু তাহের বিএসসি, মোহাম্মদ নেজাম উদ্দিন, জামাল হোসেন, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ডা: আব্দুল হামিদ, সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ঢেমশা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ, সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ শাহাজাহান, শফিকুর রহমান, হারুনুর রশিদ, তাসলিম উদ্দীন, এস এম নূরুল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
হালিশর থানা সড়ক পরিবহন শ্রমিকদল : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল হালিশর থানার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালি বড়পুল মোড় থেকে নয়াবজার বিশ্বরোডে এসে শেষ হয়। র্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল হালিশহর থানার সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল হালিশহর থানার সভাপতি মোঃ মাহফুজের রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন। বাংলাদেশ জাতীয়তাবাদী থ্রি হুইলার শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মীর কাসেম, শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম। এতে আরও বক্তব্য রাখেন রাসেল রনি, মোঃ নুরুদ্দিন, শাহাদাত হোসেন, হাবিবুর রহমান, সোহেল, আঞ্জুমান আরা, তানিয়া আকতার, হাসিনা বেগম, রেখা বেগম। এতে উপস্থিত ছিলেন রনি হোসেন, মোঃ হাসান, মোঃ মহাসিন মুন্না, মোহাম্মদ রুহুল আমিন, আকবর হোসেন, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোহাম্মদ রুবেল, মোঃ ইব্রাহিম, হাসান, মোঃ ইসমাইল হোসেনসহ অনেকেই।
দক্ষিণ জেলা এলডিপি : লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জুলাই–আস্টের গণঅভ্যুত্থানে সকল নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে শহীদদের স্মরণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমেদ নবী চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান, আনিসুর রহমান, শাহরিয়ার হোসেন ইমরান, আমিনুল হক তানিম, মফিজুর রহমান, শহীদুল ইসলাম রিক্সন, মোরশেদ আলম, হাসান আরিফ প্রমুখ। দোয়া মোনাজাত পূর্বে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের স্মৃতিকে শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
মহানগর মহিলা দল : ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চটগ্রাম মহানগর মহিলা দলের সহ–সভাপতি মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণার নেতৃত্বে বিজয় র্যালিটি নগরীর জুবলী রোড তিনপুলের মাথা থেকে শুরু করে নিউমার্কেট চত্বর হয়ে জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিজিয় মিছিলে অংশ নেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আঁখি সুলতানা, চকবাজার থানা মহিলা দলের সাবেক সভাপতি কানিজ ফাতেমা, নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক মরিয়ম সুলতানা, খুলশী থানা মহিলা দলের সহ সভাপতি জাহানারা মনি, নগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম, চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী ফাতেমা ফেরদৌসী, মুন্নি আরা বেগমসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।
আমাদের কাঞ্চনা : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, মনে রাখতে হবে আগামীতে হাসিনার মত কোন স্বৈরাচারকে জনগণ মেনে নিবে না। তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের আমাদের কাঞ্চনা এর জুলাই বিপ্লব স্মরণে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, এ সংগঠনের নেতা ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির ও উপজেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দেলোয়ার হোসেন, সরওয়ার কামাল, নজরুল ইসলাম, আবদুল হামিদ, প্রভাষক নাজমুল হোসেন, মুহিবুল্লাহ শাহেদ, শাহাদাত হোসাইন রোমান, জোবাইর বিন জিহাদী, কাইচার তানভীর, মোহাম্মদ হোসাইন, মুজাহিদ তাহেরী, মাহফুজুর রহমান, মোহাম্মদ ওয়াহেদ ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ।