আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আসন্ন ১২ই রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখা সাপেক্ষে ৫ সেপ্টেম্বর জুমাবার অনুষ্ঠিত হবে।
জুলুছ সফলকল্পে ব্যাপক প্রস্তুতি গ্রহণের জন্য কাল শনিবার বাদে মাগরিব পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে একটি প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে। এতে আনজুমান ট্রাস্ট নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা আহ্বায়ক কমিটি এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি এবং আওতাধীন উপজেলা/পৌরসভার সদস্যবৃন্দ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।