এড. মনিরুল আলম সভাপতি আলী রেজা সাধারণ সম্পাদক

হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির নির্বাচন

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির নির্বাচন গত ২ আগস্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রবীণ নবীন পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট মো. মনিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এফ. এম. আলী রেজাসহ মোট সম্পাদকীয় ১০টি পদ ও সদস্য পদে ৩ জনসহ সর্বমোট ১৯টি পদের মধ্যে ১৩টি পদে বিপুল ভোটে জয়লাভ করে। এছাড়া নির্বাচিত হয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ আবু তাহের, সহসভাপতি মো: ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এইচ আসিফ আহমেদ, সহসাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন (রাসেল), অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক এডভোকেট মো: মিজান উদ্দিন, প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী আতিকুল ইসলাম, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সমাজকল্যাণ ও পরিষ্কারপরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমত জহুর (রুশো), শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট নাছিমা আক্তার চৌধুরী। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন সিকদার, মো: রাশেদুল ইসলাম, মুহাম্মদ নাজিম, এডভোকেট হাবিবুর রহমান, মাহমুদ সিকদার (হুমায়ুন) ও মো: এরফান সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ সোসিও কালচারাল সোসাইটির নির্বাচন স্থগিত
পরবর্তী নিবন্ধজিয়াউদ্দিন বীর উত্তমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন