চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক

বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতের দায়িত্ব বিচারক-আইনজীবী উভয়ের : শিল্প উপদেষ্টা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অনেক শীর্ষস্থানীয় আইনজীবীর কর্মময় পদভারে মুখর চট্টগ্রাম আদালত ও এই সমিতি। তাদের অনেকেই এই দেশের সমাজরাজনীতিকে আলোকিত করে গেছেন। এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার গুরু দায়িত্ব আমাদের সবার। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারালয়, বিচারক ও আইনজীবীদের নিরপেক্ষ ও বিচক্ষণ ভূমিকার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থী জনগণের সহায়তার জন্যই বিচারালয়। তাদের ন্যায়বিচার প্রাপ্তির দায়িত্ব বিচারক, আইনজীবী উভয়ের। বিচারাঙ্গনকে পবিত্র রাখা আমাদের সবারই দায়িত্ব।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গণতন্ত্র রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতেই জীবন দিয়েছেন।

আইনজীবী ও চট্টগ্রামে কর্মরত বিচারকদের বিভিন্ন দাবিদাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সরকারের স্বল্পতম সময়ের মধ্যে যতটুকু সম্ভব এ ব্যাপারে করণীয় ঠিক করা হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ এস এম বদরুল আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি মুহাম্মদ হাসান আলী চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ
পরবর্তী নিবন্ধ৭৮৬