কাতারের দোহা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৭০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। এসব বারের ওজন ৮ কেজি ১২০ গ্রাম, যার মূল্য প্রায় ১২ কোটি টাকা। খবর বিডিনিউজের।
ঢাকা কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে কাতারের দোহা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিজি–৩২৬ ফ্লাইটে অভিযান চালানো হয়। পরে বিমানটির সামনের কার্গো হোল্ড থেকে কালো স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমসের বিমানবন্দর ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে সোনার বারগুলো উদ্ধার করে।












