রাঙামাটির জুরাছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকালে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে ওয়াগ্‌গাছড়া জোন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক মন চন্দ্র ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন
পরবর্তী নিবন্ধমহালছড়িতে পানিবন্দি ২০০ পরিবার