অন্তর্বর্তী সরকারের সাফল্যের পাল্লা ভারী বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান। তবে একটি ‘ফেয়ার ফ্রি ইলেকশন’ আয়োজন করতে পারলেই অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত সাফল্য আসবে বলেও মনে করেন তিনি। দৈনিক আজাদীর সাথে একান্ত আলাপে এসব কথা বলেন তিনি। এসময় ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের এক বছরের সাফল্য–ব্যর্থতার মূল্যায়ন কীভাবে করবেন?
এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তো একটা কঠিন অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। তার মেধাবী নেতৃত্ব ও মেধাবী ভূমিকা এর আগেও বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। জনগণের একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তিনি আন্তরিক ছিলেন বলে মনে হয়েছে। নিরলস চেষ্টা করছেন মনে হচ্ছে। কিন্তু সবদিক থেকে যেভাবে তার সহযোগিতা পাওয়া দরকার, এক্ষেত্রে কোনো জায়গায় ষড়যন্ত্র আছে।
তিনি বলেন, তারা তো অনির্বাচিত সরকার। একটা সরকারের সাফল্যও থাকে, ব্যর্থতাও থাকে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার পাল্লাটা ভারী। তবে এই সফলতা পূর্ণতা পাবে, যদি সংস্কার, যেই কাজগুলো এখনো বাকি আছে এগুলো শেষ করে। এবং যারা বড় বড় অপরাধ করল, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাদের বিচার কার্য যদি তিনি সম্পন্ন করে একটা আকাঙ্ক্ষার জুলাই বিপ্লবের চেতনার আলোকে যদি একটা ফেয়ার ফ্রি উৎসবমুখর একটা ইলেকশন যদি তিনি করতে পারেন তাহলেই তার চূড়ান্ত সফলতাটা মানুষ দেখতে পাবে।
‘যদি দলীয়ভাবে বলা হয়, অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এমন কোনো প্রত্যাশা ছিল যেটা অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি? এমন প্রশ্নে মুহাম্মদ শাহাজাহান বলেন, আমি যদি লেটেস্ট ইয়ার দিয়ে বলি, যে জুলাই সনদে কিছু অপূর্ণতা আছে। যে ব্যাপারে প্রেস কনফারেন্স করে আমাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। আমরা আশা করছি এই অপূর্ণতার জায়গাগুলো তিনি (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) অনুধাবন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুধাবন করবেন। বিশেষ করে শহীদ ফ্যামিলি, নতুন প্রজন্ম যারা বাংলাদেশে একটা ঐতিহাসিক পরিবর্তনের পথে দেশকে নিয়ে আসছে তাদেরও যেই ডিমান্ড, এই বিষয়গুলো অনুধাবন করে জুলাই সনদকে আরো পরিপূর্ণতা দান করবে।