গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর বিজয় মিছিল চলাকালীন স্ট্রোক করে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মাওলানা আবুল কালাম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান এলাকার বাসিন্দা ও ৫ কন্যা সন্তানের জনক। এছাড়া তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্না কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, মিছিল চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ডা. মোহাম্মদ ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মাওলানা আবুল কালাম মারা গেছেন। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আবুল কালামের জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম টিম অঞ্চল পরিচালক অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমীর এ্যাডভোকেট আনোরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন নোমান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম লুৎফর রহমান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের প্রমুখ।












