সামাজিক সংগঠন আমার গ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়।
আমার গ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সালেক, প্রফেসর আবু তৈয়ব, মো. নাসির উদ্দিন, বাহাদুর আলম হিরণ, জিয়াউর রহমান, ডাক্তার ইউনুস, জানে আলম ও আমার গ্রামের যুগ্ম সমন্বয়ক মো. এনামুল হক।
বক্তারা বলেন- ‘বৈশ্বিক উষ্ণতার হাত থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। টেকসই উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে অত্যাবশকীয় হিসেবে পালন করা উচিৎ। আমার গ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আকতার হোসেন বলেন- ‘এই সংগঠন মা মাটি ও মানুষের হয়ে কাজ করছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো না হলে পরবর্তী প্রজন্ম নির্মল পরিবেশ থেকে বঞ্চিত হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












