২২ শ্রাবণ স্বল্পদৈর্ঘ্য ‘মাধো’ ও ‘ডাকঘর’

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

রবীন্দ্র প্রয়াণ দিবসে (২২ শ্রাবণ তথা আগামীকাল) দেশের একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত প্রচার করবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবির সাহিত্য কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুইটি নির্মিত হয়েছে।

কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’। অন্যদিকে নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’।

দুরন্ত মুখপাত্র মহসিনা আফরোজ জানান, ‘মাধো’ ও ডাকঘর’ চলচ্চিত্র দুটি প্রচার হবে ২২ শ্রাবণ (৬ আগস্ট) রাত ১০টায়। এছাড়াও রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেলটিতে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’, প্রচার এদিন সকাল ১১টায়।

তারও আগে সকাল ৮টায় প্রচার হবে পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান– ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রায়।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
পরবর্তী নিবন্ধগান ও কবিতার মেলবন্ধনে…