বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কমিটি গঠিত

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা খানম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটি অনুমোদন করেছেন। বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, নিয়াজ মোহাম্মদ খান ও দিদারুল আলম লাবুকে ক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয়।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদত হোসেনকে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করেছেন জেলা প্রশাসক। কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মসিউল আলম স্বপন।

যুগ্ম সম্পাদক করা হয়েছে এমদাদুল হক বাদশাকে। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রাকা হয়েছে মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ মোহাম্মদ তানসীর, আবু মোশাররফ হোসেন রাসেল, মোহাম্মদ হাসান, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জিয়াউল হক মিন্টু, আমিন উল্লাহ, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ রাইসুল ইসলামকে।

পূর্ববর্তী নিবন্ধ৮ম কিউখাই কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ কিক ফাইটারের সাফল্য
পরবর্তী নিবন্ধরুদ্ধশ্বাস জয়ে সমতায় সিরিজ শেষ করল ভারত