ভাঙা কাঁধ নিয়ে এক হাতে ব্যাটিংয়ে নামলেন ওকস

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

ওভাল টেস্টের প্রথম দিনে আহত হয়েছিলেন ওকস। শেষ হয়ে গিয়েছিল এই টেস্টের বাকি সময়ে তার খেলা। কিন্তু গতকাল দলের প্রয়োজনে আবার নেমে গেছেন এক হাতে ব্যাট নিয়ে। স্লিংয়ে ঝুলিয়ে রাখা বাঁ হাত সোয়েটারের ভেতরে ঢেকে রাখা। আরেক হাতে ব্যাট হাতে মাঠে নামলেন ক্রিস ওকস। গোটা গ্যালারি করতালি দিয়ে অভিবাদন জানাল তাকে। ওভাল টেস্টে দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়ে ২২ গজে নেমে গেলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার।

সিরিজের পঞ্চম টেস্টের শেষ দিন গতকাল সোমবার ইংল্যান্ডের নবম উইকেট পতনের পর এগারো নম্বরে ব্যাটিংয়ে নামেন ওকস। জয়ের জন্য তখনও স্বাগতিকদের দরকার ১৭ রান। এই ম্যাচের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে আঘাত পান ওকস। সোয়েটারকে স্লিংয়ের মতো বানিয়ে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন তিনি। তার কাঁধের হাড় নড়ে গেছে। ম্যাচের বাকি অংশে বোলিং তো দূরের কথা, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়েও নামেননি তিনি। ইনজুরির ব্যথা সহ্য করে দলের প্রয়োজনে ক্রিকেটারদের এভাবে মাঠে নেমে যাওয়ার ঘটনা আগেও দেখা গেছে বেশ কয়েকবার। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে যেমন বুড়ো আঙুল ভেঙে গিয়েছিল ম্যালকম মার্শালের। ওভাবেই তিনি ব্যাট করেছিলেন এক হাতে। ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফায়সালাবাদ টেস্টে প্লাস্টার করা হাত নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন পাকিস্তানের সেলিম মালিক। বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালও ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এক হাত স্লিংয়ে ঝোলানো অবস্থায় ব্যাট করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে প্রাথমিক দল ঘোষণা বিসিবির
পরবর্তী নিবন্ধভারতের জয়ে নেপথ্য গল্প সিরাজের