চট্টগ্রামে মোনাশ অ্যাডমিশন ক্যাম্প ৯ ও ১০ আগস্ট

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির একমাত্র অনুমোদিত অংশীদার হিসেবে ইউসিবিডি আগামী সপ্তাহে চট্টগ্রামে আয়োজন করবে মোনাশ অ্যাডমিশন ক্যাম্প। ক্যাম্পটি আগামী ৯ ও ১০ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউসিবিডি’র চট্টগ্রাম কার্যালয়ে (এরিয়াল লেজেন্ড, ৭ম তলা, জিইসি সার্কেল) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখানে কোর্স নির্বাচন, স্কলারশিপের সুযোগ ও ভর্তিপ্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

লেভেল, লেভেল, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য ইউসিবিডি’র অভিজ্ঞ অ্যাকাডেমিক কাউন্সেলররা ক্যাম্পে সরাসরি উপস্থিত থাকবেন। এছাড়াও, ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট প্রফেসর হিউ গিল এবং প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেবেন।

মোনাশ বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ও মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা এই ক্যাম্পের মাধ্যমে নিজেদের যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তির সুযোগ পাবেন। পাশাপাশি, যারা মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় ইউসিবিডি’র মাধ্যমে ট্রান্সফার করবে, তাদের আন্তর্জাতিক শিক্ষাজীবনকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলার জন্য ইউসিবিডির পক্ষ থেকে প্রথম বর্ষে ৮ হাজার অস্ট্রেলিয়ান ডলারের এককালীন আর্থিক শিক্ষা সহায়তা (বার্সারি) প্রদান করা হবে। বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষার্থীরা ভিজিট করুন: http://bit.ly/UCBDMn। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি অবিচারের সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে
পরবর্তী নিবন্ধডা. আজিজ-ডা. শাকুর পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা