চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মনিরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী।
গতকাল সোমবার তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শোকসন্তপ্ত মনিরের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠন। মানুষের দুঃখ–কষ্টে পাশে থাকা আমাদের ঈমানী দায়িত্ব। নিহত মনিরের পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করে আসছিল উল্লেখ করে তিনি বলেন, তার একটি ঘরও ছিল না। আমরা যদি সমাজের বিত্তবানদের নিয়ে সমন্বিত উদ্যোগ নিই, একটি ঘর নির্মাণ করে দিতে পারব। জামায়াত ইসলামী সেই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, হারুনুর রশিদ, জমির উদ্দিন, সাদেক হোসেন,আজম শিকদার ও হেলাল উদ্দিন প্রমুখ।