শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম বলেছেন, বর্ষা ঋতুর বিভা–বৈচিত্র্যের অনুষঙ্গ আমাদের শিল্প–সাহিত্যে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। বর্ষাকে নিয়ে যত গান, কবিতা, যত গল্প উপন্যাস সাহিত্যের খাতায় রচিত হয়েছে, তা আর কোনও ঋতু নিয়ে এতটা হয়নি। যাপিত জীবনের বিমুগ্ধতায় বর্ষার যে প্রভাব, তা আর কোনও ঋতুতে প্রত্যক্ষ হয় না। বর্ষা যেমন অনিন্দ্য আনন্দ নিয়ে আসে, তেমনি বিষাদের ছায়াও ফেলে। তিনি গত ২ আগস্ট ‘শ্রাবণধারায় অনন্যধারা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনন্যধারা’র বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক রাশেদ রউফ। শুরুতে মুক্তিযোদ্ধা প্রকাশক শাহ আলম নিপুর মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কবি অরুণ শীল, গীতিকার জসিম উদ্দিন খান, নাট্যব্যক্তিত্ব সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার, কথাসাহিত্যিক নাসের রহমান প্রমুখ।
দ্বিতীয় পর্বে লেখা পাঠ, গান, কথামালায় অংশ নেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, শিল্পী ইকবাল হায়দার, কবি ইউসুফ মুহাম্মদ, গল্পকার বিপুল বড়ুয়া, শিউলি নাথ, সুমি দাশ, আনোয়ারুল হক নূরী, হেলাল চৌধুরী, সৌভিক চৌধুরী, আবুল কালাম বেলাল, আজিজ রাহমান, এম কামাল উদ্দিন, শামীম ফাতেমা মুন্নী, মাহবুবা চৌধুরী, শিরীন আফরোজ, জয়তুননেসা জেবু, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, জি এম জহির উদ্দিন, রহমান রনি, অমিত বড়ুয়া, গৌতম কানুনগো, সোমা মুৎসুদ্দি, আকাশ আহমেদ, আলমগীর হোসাইন, পুলক চন্দ, আসিফ ইকবাল, তারিফা হায়দার, এস এম মোখলেসুর রহমান, শরণংকর বড়ুয়া, শ্যামল প্রসাদ নাথ, ইসমাইল জসীম, লিটন দাশ শিবু, নয়ন শীল, সবুজ অরণ্য, রুপম কান্তি দাশ, সুমন চৌধুরী, আমিনুল ইসলাম, মোঃ শামিল চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম, সিমলা চৌধুরী, অজয় বড়ুয়া, প্রতিমা দাশ, সুইটি চৌধুরী পূর্বা, বিকাশ বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, মোহাম্মদ এনায়েত হোসাইন, তসলিম খাঁ, মোহাম্মদ জামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছড়াকার সুসেন কান্তি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।