আগামীকাল নগরে বিএনপির বিজয় মিছিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আগামীকাল বুধবার নগরে বিজয় মিছিল করবে বিএনপি। এদিন বিকেল ৩টায় নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে জনতার বিজয়শীর্ষক এ বিজয় মিছিল। মিছিলটি নিউ মার্কেট থেকে শুরু হয়ে কোতোয়ালী, আন্দরকিল্লা, জামালখান হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মসূচি সফল করতে গতকাল অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং সঞ্চালনা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।

এ সময় নাজিমুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে গণজাগরণ ঘটেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আয়োজিত ৬ আগস্টের ‘জনতার বিজয়’ মিছিল হবে গণতন্ত্রপন্থী জনগণের ঐক্যের বহিঃপ্রকাশ।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার