সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

প্লট দুর্নীতি

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের মামলার তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।

খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়েছে মামলায়। অন্যরা হলেনরাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্মসচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নায়েম রোডে প্রায় ১৮ কাঠা জমির ওপর ছয়তলা বাড়ি থাকার পরও তিনি প্রধান বিচারপতি থাকাবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে পূর্বাচল আবাসিক প্রকল্প থেকে ১০ কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআগামীকাল নগরে বিএনপির বিজয় মিছিল