চট্টগ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মরহুম বাদশাহ মিয়া চৌধুরীর ৫৮ তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুম বাদশাহ মিয়া চৌধুরী হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য শিক্ষাজীবনের বিরল কৃতিত্বের অধিকারী মরহুম বাদশাহ মিয়া চৌধুরী ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি চট্টগ্রাম সিটি কলেজ, আইন কলেজ, গার্লস কলেজ (বর্তমানে সরকারী), এম ই এস কলেজ, মুসলিম এডুকেশন সোসাইটি হাই স্কুল ও মাদার্শা হাই স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। এ ছাড়া মরহুম বাদশাহ মিয়া চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট স্কাউট। তিনি এদেশের সমবায় আন্দোলনের অন্যতম দিকদর্শক হিসাবে বিবেচিত।
তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সমবায় ব্যাংকের পরিচালক হিসাবে তাঁর গঠনমুলক কর্মকাণ্ড প্রশংসা লাভ করেছিল।
শিক্ষা প্রসার ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তাঁকে চট্টগ্রামের ‘স্যার সৈয়দ আহমদ’ নামে আখ্যায়িত করা হত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বায়তুশ শরফ ও বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন তাকে মরণোত্তর সম্মানিত করেছেন।