পরলোকে অধ্যাপক প্রদীপ রায়

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

চবি গণিত এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য, পরৈকোড়ার কৃতী সন্তান অধ্যাপক প্রদীপ রায় গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় পরলোকগমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই প্রকৌশলী কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। কর্মজীবনে তিনি পশ্চিমপটিয়া এ জে চৌধুরী কলেজের গণিত বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন।

পরবর্তীতে পরৈকোড়া জমিদার যোগেশ চন্দ্র রায় মোমোরিয়াল কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি বিভিন্ন সাংগঠনিক ও সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন।

২০২৩ সালে হার্ট অ্যাটাকে একমাত্র পুত্রকে হারান তিনি। তাঁর মৃত্যুতে চবি গণিত এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষিকা মেরী চক্রবর্তী
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান