সাতকানিয়ায় মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিন মোটরসাইকেল আরোহীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করইয়ানগর ও সাতকানিয়া পৌরসভার কলেজ রোড এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকসহ আশপাশে ঘোরাঘুরি করা সন্দেহভাজন ইভটিজারদের সতর্ক করেছেন ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি জানান, মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মোটরসাইকেলের তিন আরোহীকে ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফটকসহ আশেপাশে কিছু তরুণ ও যুবককে ঘোরাঘুরি করতে দেখা গেছে।