রহিম আংকেল

আরজাত হোসেন | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

দুপুর থেকেই রহিম আংকেল

বাইসাইকেলে আসেন

ঝুড়ি ভরা পেপার নিয়ে

মন খুলে ঠিক হাসেন।

 

দোকানপাট আর গুণিজনদের

পেপার বিলি করে

সন্ধ্যা হলে কর্ম শেষে

তবেই ফিরেন ঘরে।

 

না দেখেছেন কড়া রোদ আর

না দেখেছেন ঝড়

কাজের মাঝে ফাঁকি তো নেই

করছেন অকাতর ।

 

কে পৌঁছাবে ঘরে ঘরে

কে পৌঁছাবে সংবাদ?

সবার আছে রহিম আংকেল

তথ্য ঝুলা কাঁধ।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির আত্মপরিচয়: ত্যাগের পথক্রমায় অঙ্কিত
পরবর্তী নিবন্ধআচরণই সুখের চাবি