আনোয়ারার সিংহরা এলাকার আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে আহামদ মিয়া, মো. ইলিয়াছ, নুরুল আবছার, একই এলাকার মেহেরুজ্জামানের ছেলে মো. রফিক ও মো. সোলায়মান। এর মধ্যে রায় ঘোষণার সময় ইলিয়াছ ও নুরুল আবছার কাঠগড়ায় হাজির ছিলেন। বাকী তিনজন পলাতক। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি।
আদালতসূত্র জানায়, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার সিংহরা এলাকার বাসা থেকে আবদু শুক্কুরকে ফোন করে ডেকে নেন দণ্ডিত আসামিরা। এরপর থেকে শুক্কুরের খোঁজ মিলছিল না। একদিন পর অর্থাৎ ২১ আগস্ট চাতরি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্কুরের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিলে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলার নথি থেকে জানা যায়, মূলত বাড়ির পাশের একটি খালে জাল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে শুক্কুরকে হত্যা করা হয়।