কর্ণফুলীতে ইউপি সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শিকলবাহা এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস বাবুল প্রকাশ বাবুল মেম্বার (৫২)। গতকাল রোববার বিকেলে শিকলবাহা দ্বীপ কালার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ও চান্দগাঁও থানার ডিউটি অফিসার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইদ্রিস বাবুল শিকলবাহা এক নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও দ্বীপ কালার মোড় এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মেম্বার রবিবার দ্বীপ কালার মোড় এলাকার একটি মসজিদ থেকে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কর্ণফুলী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। পরে তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। সেখানেই এক মামলায় বাবুল মেম্বারকে গ্রেপ্তার দেখানো হয়। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে সেখানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা