সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতি’র বৃক্ষরোপণ কর্মসূচি গত শনিবার বিকালে সমিতির কার্যালয়ের সামনে উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পূর্বে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সিডিএ’র অপরাপর আবাসিকের মত সিলিমপুর সিডিএ আবাসিকেও ওয়াসার পানি ও গ্যাসের সংযোগ দেয়া হবে। উক্ত প্রকল্প দুটি বাস্তবায়নে তিনি দুটি উপকমিটি গঠন করে দেন। এছাড়া তিনি সিলিমপুর সিডিএ’র সাথে কালু শাহ্ বায়েজিদ বোস্তামী সংযোগ সড়ক স্থাপনে সিডিএ’র প্রধান প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেন।
সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ সলিমুল্লাহ। সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিডিএ’র পরিচালনা কমিটির সদস্য জাহিদুল করিম কচি, চিফ ইঞ্জিনিয়ার হাসান বিন শামস্, তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সমিতির উপদেষ্টা লে. কর্ণেল (অব.) জয়নুর রশিদ, সমিতির সহসভাপতি আবদুল বাকের ভূঁইয়া ও মো. ফজলুল কবির, সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক আবুল বশর, সংস্কৃতি ও প্রচার সম্পাদক নুরুল আমিন, সদস্য নাছির উদ্দিন সওদাগর, সাহাবউদ্দিন ও কোরবান আলী, আজীবন সদস্য মুকুল, প্লট মালিক শওকত হোসেন ও মিজান উদ্দিন খান প্রমুখ।