ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এম শমশের আলী আর নেই। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
আইআইইউসি ভিসির শোক : প্রফেসর ড. শমশের আলীর মৃত্যুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে আইআইইউসি’র ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. আজাদী প্রফেসর ড. শমশের আলীকে পবিত্র কোরআনে বিজ্ঞানের অনেক অজানা তথ্য উদঘাটনে এবং কোরআন অনুসৃত বিজ্ঞান চর্চার একজন পথিকৃৎ বাংলাদেশী বিজ্ঞানী–ব্যক্তিত্ব উল্লেখ করে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।