সাতকানিয়ায় গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গৌচছড়ি খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন কালে গতকাল রোববার এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্র মতে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়েছে এমন দাবি করে একটি চক্র দীর্ঘদিন ধরে গৌচছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন আসছিল। এতে খালপাড় পার্শ্ববর্তী ফসলি জমি, ফলজ বাগান ও বসতবাড়ি হুমকির মুখে পড়ে। স্থানীয় লোকজন অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে অবহিত করে। এরই ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, গৌচছড়ি খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও কিছু পাইপ ধ্বংস করা হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেও পাওয়া যায়নি।