অতঃপর যখন গর্ভ ভারী হয়ে পড়লো, তখন তারা উভয়ে আপন রবের নিকট প্রার্থনা করলো, ‘অবশ্যই যদি তুমি আমাদেরকে যেমনি চাই তেমনি সন্তান দান করো, তবে আমরা নিঃসন্দেহে কৃতজ্ঞ হবো।’
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ ঃ ১৮৯) সূরা আল–আ’রাফ
মুমীনদের মধ্যে যাহারা সংযমী, তাহারাই উত্তম, আর যাহারা লোভী তাহারাই সর্বাপেক্ষা অধম।
–আল হাদীস (ছগির)।
এ পৃথিবীর বুকে নতুন বলতে কিছু নেই।
– সলোমন।