কক্সবাজারের উখিয়ার আলোচিত ‘ফোর মার্ডার’ মামলার আসামি নুরুল হোসেন (৫০) কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে অসুস্থ হলে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নুরুল হোসেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ার মৃত নজু মিয়ার পুত্র।
কক্সবাজার জেলা কারাগারের জেলার মো. আবু মুছা জানান, গত ৭ জুলাই থেকে কারাগারে রয়েছেন নুরুল হোসেন। গতকাল রোববার দুপুরে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার প্রেশার অনেক কমে যায়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, গত ৬ এপ্রিল উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলায় নুরুল হোসেন ৭ এপ্রিল গ্রেপ্তার হন।
এ ব্যাপারে গতকাল রোববার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সদস্য হেলাল উদ্দীন বলেন, ‘সামান্য জমি বিরোধ নিয়ে স্বজন হারানোর ঘটনায় নির্বাক হয়ে থাকা ছাড়া উপায় নেই।’