যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাকেন্টারফার। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর বিডিনিউজের।
সংস্থাটি যুক্তরাষ্ট্রের শ্রম বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করে। ম্যাকেন্টারফারকে ২০২৩ সালের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মনোনয়ন দেন, আর ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে ১৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন। সে সময় মার্কিন সিনেটে ৮৬–৮ ভোটে তার নিয়োগ নিশ্চিত হয়, যেখানে ট্রাম্পপন্থী অনেক প্রভাবশালী রিপাবলিকান, যেমন জে ডি ভ্যান্স, মার্কো রুবিও এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন তার পক্ষে ভোট দেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন ম্যাকেন্টারফার।
তিনি কাজ করেছেন ইউএস সেনসাস ব্যুরো, প্রেসিডেন্টের নির্বাহী দপ্তর এবং ট্রেজারি বিভাগে। শ্রম পরিসংখ্যান ব্যুরোতে আসার আগে তিনি হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। কোভিড–১৯ুএর পর যুক্তরাষ্ট্রের শ্রমবাজার পুনরুদ্ধারে হোয়াইট হাউসের নীতিনির্ধারকদের তিনি পরামর্শ দেন। ২০২৫ সালের মে, জুন ও জুলাই মাসের হালনাগাদ চাকরির প্রতিবেদন প্রকাশের পর তাকে বরখাস্তের নির্দেশ আসে।