কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১২ বছর গৃহবন্দি রাখার আদেশ

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সাক্ষীকে প্রভাবিত করা ও প্রতারণার দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছর গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে লাতিনের দেশটির একটি আদালত। খবর বিডিনিউজের।

দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো প্রাক্তন প্রেসিডেন্ট অপরাধে দণ্ডিত হলেন। ৭৩ বছর বয়সী কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না, পাশাপাশি তাকে প্রায় ৫ লাখ ৭৮ হাজার ডলারও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বোগোতার আদালতে বিচারকের সামনে উরিবে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বলেছেন, মামলা আসলে বিরোধী কণ্ঠকে রোধ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন উরিবে। দেশজুড়ে এখনো তার জনপ্রিয়তা আছে, যদিও তার বিরুদ্ধে বামপন্থি বিদ্রোহীদের দমনে ডানপন্থি প্যারামিলিটারি গোষ্ঠীগুলোর সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে। উরিবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন। সাক্ষীকে প্রভাবিত করার মামলায় দুই অভিযোগে সোমবার দোষী সাব্যস্ত হন সাবেক এ প্রেসিডেন্ট।

মামলাটি ১৩ বছর ধরে চলেছে। মামলায় কারাবন্দি দুই সাবেক প্যারামিলিটারি সদস্য উপযুক্ত প্রমাণ দিয়ে জানান, উরিবের আইনজীবী দিয়েগো কাদেনা তাদের ঘুষ দিতে চেয়েছিলেন, যেন তারা উরিবের পক্ষে সাক্ষ্য দেন। কাদেনা নিজেও এখন মামলার আসামি। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আরও কয়েকজন সাবেক প্যারামিলিটারি সদস্যের সঙ্গে মিলে উরিবের পক্ষেই সাক্ষ্য দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে সুরধ্বনির ‘সুরতরঙ্গ’ সম্পন্ন
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে ট্রাম্পের দূত