ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে রংপুর রাইডার্সে কাজ করেন তিনি। এবার আসন্ন এনসিএলেও কোচ হিসেবে দেখা যাবে তাকে। বরিশাল বিভাগের কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন, আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’ ‘তার সাথে বাংলাদেশের হয়ে খেলেছে সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলভ করব। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’–যোগ করেন তিনি।
আঞ্চলিক ক্রিকেট নিয়ে আকরাম বলেন, ‘এবার আমরা চট্টগ্রামে রিজিওনাল একটা টি–টোয়েন্টি করছি। যেটা আগস্টের ২৭ তারিখ শুরু হবে। আমার বিভাগে ১১টা জেলা আছে। ওরা খেলবে। দুই–তিনটা ভালো ক্রিকেটারও যদি পায়, ওই টুর্নামেন্ট থেকে, ওরা কিন্তু জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়েও খেলতে পারবে। এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসেবে আমরা প্রথম রিজিওনাল টি–টোয়েন্টি করছি।’