বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে কলেজ কর্মসূচির মূল্যায়ন পর্ব গত ১ আগস্ট মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয়। মূল্যায়ন পর্বে চট্টগ্রাম কলেজ, সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ৪২ জন শিক্ষার্থী অংশ নেন, যারা বছরব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচি আওতায় সদস্য হয়ে বই পড়েছেন। মূল্যায়ন পর্ব শেষ উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম শাখার প্রধান সংগঠক প্রফেসর আলেঙ আলীম।
তিনি বলেন, বই শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বই থেকে শিক্ষা গ্রহণ করে সেটিকে জীবনের পথ চলায় ছড়িয়ে দিতে হবে। মানবিক মূল্যবোধ জাগ্রত করে পরিবার, মানুষ ও দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রফেসর আলীম কলেজ কর্মসূচি সফল করতে সহায়তা করায় তিন কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ভেন্যু হিসেবে ব্যবহার করতে দেয়ায় চটগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ সংগঠক হাসিব জাবেদ। প্রেস বিজ্ঞপ্তি।