হাছান বানু ফাউন্ডেশনের বৃক্ষরোপণ উদ্বোধন

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পটিয়ার দক্ষিণ হুলাইন নিমতল হজরত ইমাম হোসাইন (.) কমপ্লেক্স প্রাঙ্গণে শুক্রবার ছালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধক ছিলেন ছালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক ডা. শাখাওয়াত হোসাইন হিরু। প্রধান অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আবদুল হাকিম রানা। মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ ইয়াসির আরাফাত হোসাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন আরিফ, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। ডা. শাখাওয়াত হোসাইন হিরু বলেন, আমাদের চারপাশে কারণেঅকারণে যে হারে বৃক্ষ নিধন করা হয়। সেই হারে বৃক্ষরোপণ করা হয় না বলেই আমরা সবসময় মারত্মক পরিবেশ বির্পযয়ের ঝুঁকির মধ্যে থাকি। তাই সরকারকে বৃক্ষ নিধনের বিরুদ্ধে যেমন আপসহীন হতে হবে তেমনি প্রত্যেক নাগরিককে নিজ বাড়ির আঙ্গিনাসহ পরিত্যক্ত জায়গায় বেশি বেশি চারাগাছ রোপণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই : মীর হেলাল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির সভা