নগরের একে খান ফিরোজ শাহ মিনার মোড়ে গড়ে উঠেছে ‘শহীদ চত্বর’; যেখানে ফুটে ওঠেছে ৭১ ও ২৪–এর শহীদের স্মৃতি। গতকাল শনিবার এ চত্বরের উদ্বোধন করেন জুলাই–অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী।
চট্টগ্রাম মহানগর দেশ রক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় খুলশী, আকবরশাহ ও পাহাড়তলী যুবদল ছাত্রদলের উদ্যোগে গড়ে তোলা এ ‘শহীদ চত্বর’ উদ্বোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, খতমে কোরআন, দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত করার অনেক চক্রান্ত হচ্ছে। কখনও সংস্কারের নামে, কখনও বিচার প্রহসনের নামে, কখনও পিআর পদ্ধতির নামে নির্বাচন নিয়ে তালবাহনা করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তার। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, শহীদের অবদান যেন ভুলে না যায়, তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের অঙ্গীকার এবং যে ঐক্যের সৃষ্টি হয়েছে তাতে যেন বিঘ্ন না ঘটে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শহীদদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম। উপস্থিত ছিলেন নুর আহম্মদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, হাবিবুর রহমান চৌধুরী, মিয়া হারুন, হাবিবুর রহমান মাসুম, শাহরিয়ার জিয়া, হেলাল হোসেন, সাইফুল আলম রুবেল, শাখাওয়াৎ রাজু, খালেদ সাইফুল্লাহ, সেলিম উদ্দীন, গাজী ফারুক মো. ইউনুস, মো. দিদার, নুর বক্স মিলন, মো. হানিফ, মো. ইসমাইল, মো. মহিউদ্দীন, সালাউদ্দীন সাহেদ, মাস্টার আরিফ, রাজিবুল হক, মো. ওমর, সখিনা বেগম সুমি ও শাহাদাত হোসেন।