জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি

মহানগর জাতীয় পার্টির প্রতিবাদ সভা

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আবু তাহের বলেছেন, নতুন বাংলাদেশ অথবা নতুন বন্দোবস্ত একক কোনো সিদ্ধান্তে হয় না। সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য প্রকাশ্যে চাঁদাবাজি মব ভায়োলেন্সে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। এইভাবে একটি দেশ চলতে পারে না। তিনি জাতীয় পার্টির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মহানগর জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে আবু তাহের উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে। কারণ একটি দেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সুনিশ্চিত হয়। তাই আমরা মনে করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে নির্বাচন হওয়া উচিত। দেশের সব রাজনৈতিক দল নির্বাচন চায়। তিনি বলেন, এক দুটি রাজনৈতিক দল ছাড়া জুলাই বিপ্লবে জাতীয় পার্টির অবদানের কথা স্বীকার করে। জুলাই বিপ্লবে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের অকুণ্ঠ সমর্থনসহ দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলনকে সেদিন বেগবান করেছে।

নগর যুগ্ম আহ্বায়ক কে এম আবছার উদ্দিন রনির পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান খান, হাজী শওকত আকবর, অ্যাডভোকেট লিটন কান্তি গুহ, ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, সার্জেন্ট (অব.) আবু তাহের ও বাবুল আহমেদ। উপস্থিত ছিলেন জাপা নেতা জহুর উদ্দিন জহির, কায়সার হামিদ মুন্না, এম আজগর আলী, সালামত ভূঁইয়া, শাহাদাত হোসেন স্বপন, মো. ফয়েজ, মো. সাহাবউদ্দিন, সেলিম উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা জসিম উদ্দিন, এনামুল হক বেলাল, হাফেজুর রহমান মিন্টু, মোস্তাফিজুর রহমান রাসেল, পংকজ বড়ুয়া, নীল কমল সুশীল, সিরাজুল ইসলাম সিরাজ, মো. হাসান আলী, এম এ শুক্কুর, আশিকুর রহমান, নুর আলী সওদাগর, জাহিদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসনের অভাবে দেশে ১৬ বছরে গুম-নির্যাতন বেড়েছে: আইআইইউসি উপাচার্য
পরবর্তী নিবন্ধদুই-তিন সপ্তাহে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি : আসিফ নজরুল