আইআইইউসি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন,দেশে আইনের শাসনের অনুপস্থিতির কারণেই বিগত ১৬ বছরে হত্যা, নির্যাতন, গুম আর আয়নাঘরের‘ মতো অমানবিক ঘটনার জন্ম হয়েছে। তিনি গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আইআইইউসি এলামনাই এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, আমাদের বিচার ব্যবস্থার প্রতি চরম আঘাত ও।অনুষ্ঠানে আইআইইউসি থেকে পাশ করা আপিল বিভাগের তালিকাভুক্ত নবীন আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা ও বিচারকদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী।বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার, আইআইইউসি আইন বিভাগের ডিন প্রফেসর ড. মঈনুল আহসান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী, সরকারি কৌশলী মোহাম্মদ কাশেম চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান। প্রেস বিজ্ঞপ্তি।