জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, শুধু দুনিয়ার জ্ঞান নয়, বরং দ্বীনের জ্ঞান অর্জনের আগ্রহ একজন শিক্ষার্থীকে সৎকর্মশীল ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলে। এমন মানুষই জাতির জন্য আশীর্বাদস্বরূপ। তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির এমনই দেশপ্রেমিক, নীতিবান ও আদর্শ মানুষ তৈরি করছে। যারা শিবিরের আদর্শকে ধারণ করে চলে, তাদের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারা নৈতিকতায় দৃঢ়, সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত থাকে। তিনি গতকাল শনিবার রাউজানের পাঁচখাইন দরগাহ ডা. মো. মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় শাখা। সভাপতিত্ব করেন শিবিরের স্থানীয় শাখার দায়িত্বশীল নুরুল আফসার। বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দিন জাহাঙ্গীর, প্রকৌশলী মোবারক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।