নগরীর আকবর শাহ থানার লতিফপুর সংলগ্ন মীরপুর এলাকার অধিবাসীদের নিয়ে হালিশহরস্থ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল হেলথ ক্যাম্প করেছে। এতে ওই এলাকার আড়াই শতাধিক বাসিন্দা চিকিৎসা সুবিধার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পেয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এলাকাবাসী এই চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে সেনাবাহনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চলমান ‘ইন এইচ টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন’র অংশ হিসেবে এই হেলথ ক্যাম্প। এর আগে ৩০ জুন হালিশহর জেলা পাড়ায় স্বাস্থ্যসেবা প্রদান করে আর্টিলারি সেন্টার ও স্কুল। এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।