চকরিয়া-পেকুয়া সড়কে দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়াপেকুয়ামগনামা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এক এক যুবক।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা নতুন রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম সিহাবুল ইসলাম সিহাব (২০)। সে পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী (সাবেক গুলদি) গ্রামের বদিউল আলমের পুত্র। বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানানখবর পেয়ে নিকটস্থ হারবাং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ও বাইক নিষিদ্ধ হচ্ছে