ইসলাম এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর হাত ধরে

চন্দনাইশে ইসলামি ফ্রন্টের অধিবেশনে আবদুর রহিম

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুর রহিম বলেছেন, ইসলামের সবচেয়ে প্রাচীন, সালফে সালেহীন ও আউলিয়ায়ে কেরাম স্বীকৃত মতবাদ হল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের দিন পর্যন্ত ইসলাম আমাদের কাছে এসেছে এই মতাদর্শের হাত ধরেই। এই মতাদর্শ এবং মতাদর্শের অনুসারী ওলামাদের ও আওলিয়ায়ে কেরামের অবদানকে অস্বীকার করে যারা ইসলামের নাম দিয়ে ইসলামি রাজনীতি করে তারা প্রকৃত ইসলামের অনুসারী নয়। আজকে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট আউলিয়ায়ে কেরাম ও ওলামায়ে সালফে সালেহীন এর মতাদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে বলে ইসলাম নামধারী একটি গোষ্ঠী নানা রকম ট্যাগ দিয়ে ধর্মপ্রাণ মানুষকে দূরে রাখতে চায়। আজকে একটি চক্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করে দিতে দ্বিধা বোধ করছে না।

মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। জনগণের সেবার কথা বলে চাকুরিচ্যুত করে বেকার সৃষ্টি করা হচ্ছে। তিনি গতকাল শনিবার চন্দনাইশ বরকলস্থ মোস্তফা কনভেনশন হলে মাওলানা ফয়েজ উল্লাহ খতিবি ও কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে উদ্বোধক ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন মাওলানা রেজাউল করিম তালুকদার যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, অধ্যক্ষ আবু তালেব বেলাল সহকারী সম্পাদক, দৈনিক পূর্বদেশ, মিঞা মুহাম্মদ রফিক চৌধুরী, মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ ফরিদুদ্দিন। প্রধান বক্তা ছিলেন ডি এম জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা। বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন আলমদার সহসাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানবৃন্দ মাওলানা আহমদ উল্লাহ ফোরকান মাওলানা নুরুল্লাহ রায়হান মাও সোহাইল উদ্দিন আনসারী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা আবু তালেব মোহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ রাজিব হোসাইন রিফাত, মো মিজান, এম এ মতিন, মাওলানা নুরুল আমিন, কাজী আনোয়ার, মঈনুদ্দিন সুন্নি, মোহাম্মদ আলী কোম্পানি, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা রিদোয়ান নুরী, মাও আহমদ হোসাইন জেহাদি, সরওয়ার সওদাগর, শাহনেওয়াজ শুভ, মাও সিরাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধবৃষ্টি ও জোয়ারের পানিতে রাস্তা ভেঙে মিশেছে খালে, দুর্ভোগ