সরাইপাড়ায় টিনের চাল থেকে পড়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় টিনের চাল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম সাদমান হোসেন চৌধুরী সাকিব। তিনি রাউজানের হাড়ি মিয়া চৌধুরী বাড়ির ইলিয়াছ চৌধুরীর ছেলে।

সাদমানের চাচা তৌহিদুর রহমান চৌধুরী জানান, সাদমান সরাইপাড়া এলাকায় তার নানা মোহাম্মদ আলীর কারখানায় চাকরি করতেন। টিনের চাল ফুটো হয়ে কারখানার ভেতর বৃষ্টি পড়ছিল। সেটি সারাতে তিনি উপরে উঠেন। এ সময় চাল ভেঙে নিচে পড়ে গেলে সাদমান গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ
পরবর্তী নিবন্ধমাইলস্টোন খুলছে আজ