মুক্তিযোদ্ধা প্রকাশক মহিউদ্দিন শাহ্‌ আলম নিপুর ইন্তেকাল

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক বার্ষিকী সম্পাদক, কালধারার প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ্‌ আলম নিপু গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আগের দিন সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ রোববার সকাল ১১টায় মিরসরাইয়ের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংস্কৃতিক সংগঠক শাহ্‌ আলম নিপুর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু এবং চাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী পৃথক পৃথক বিবৃতিতে শোকপ্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বন্য হাতির পাল, জঙ্গলে ফেরাল বন বিভাগ
পরবর্তী নিবন্ধনতুন দল : নিবন্ধনের শর্ত পূরণের শেষ সময় আজ