কাপ্তাইয়ে বন্য হাতির পাল, জঙ্গলে ফেরাল বন বিভাগ

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের ওয়াগ্‌গাছড়া চা বাগানসহ লোকালয়ে অবস্থান নেওয়া বন্য হাতির পালটি অবশেষে তাড়াতে সক্ষম হয়েছে বন বিভাগের প্রশিক্ষিত দল। যেসব স্থানে বন্য হাতিরা এসে অবস্থান নিয়েছিল সেসব স্থান থেকে তাদের পুনরায় গভীর জঙ্গলের দিকে ফেরত পাঠানো হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে বন বিভাগের ১২ সদস্য বিশিষ্ট প্রশিক্ষিত দল ওয়াগ্‌গাছড়া চা বাগান থেকে বন্য হাতিদের তাড়ানোর কাজ শুরু করে বলে জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

তিনি বলেন, ওয়াগ্‌গাছড়া চা বাগানে ২টি শাবকসহ বেশ কয়েকটি বন্য হাতি অবস্থান নিয়েছিল। আমরা বিভিন্ন কৌশলে অনেকগুলো হাতিকে গভীর জঙ্গলের দিকে নিয়ে গেছি। তবে ২টি শাবক থাকায় ৪/৫টি হাতিকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ শাবকগুলো দীর্ঘ পথ হেঁটে আপাতত গভীর জঙ্গলে যেতে চাইবে না। তাই বল প্রয়োগ করে বা জোর খাটিয়ে অথবা অন্য কোনো কৌশলে শাবকদের বনে যেতে বাধ্য করা হয়নি। তবে পরবর্তীতে প্রশিক্ষিত টিম সকল হাতিদের পুনরায় জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।

ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বলেন, বিগত কয়েক দিন ধরে চা বাগানে প্রায় ৩০টি বন্য হাতি এসে অবস্থান নিয়েছিল। বন্য হাতির দল চা বাগান এলাকার বাঁশ ঝাড়সহ সব ধরনের গাছপালা খেয়ে সাবাড় করে দেয়। হাতির কারণে চা বাগান থেকে কোন পাতা চয়ন করাও সম্ভব হয়নি। বন বিভাগের সহযোগিতায় আপাতত বন্য হাতির দলকে গভীর জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে। যদিও ২টি শাবকসহ ৪/৫টি হাতি এখনো ওয়াগ্‌গাছড়া চা বাগানে অবস্থান করছে। পর্যায়ক্রমে সবগুলো হাতিকে গভীর জঙ্গলে ফিরিয়ে নিতে তিনি বন বিভাগের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅপু বাইক কেনেন এমপির বাসা থেকে চাঁদা নেওয়ার দিন
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা প্রকাশক মহিউদ্দিন শাহ্‌ আলম নিপুর ইন্তেকাল