তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন

নতুন ভোটার

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

আগামী ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারও তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম, ফরম১২, ফরম১৩ ও ফরম১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। খবর বাংলানিউজের।

দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখের মতো।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ভিটের বিরোধে সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ নারী-পুরুষ আহত
পরবর্তী নিবন্ধঅভিবাসনপ্রত্যাশী দুই বাংলাদেশির পক্ষে ইইউ আদালতের রায়, চটেছে ইতালি