প্রকাশিত হয়েছে হামিদের একক আবৃত্তি অ্যালবাম ‘অনন্য’

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও লেখক হামিদ উদ্দিনের প্রথম একক আবৃত্তি অ্যালবাম ‘অনন্য’ প্রকাশিত হয়েছে। কবি রোকসানা আক্তারের ‘অনন্য’ সিরিজের নির্বাচিত ১০টি কবিতা নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। গত ৯ জুন উন্মোচন করা হয় ‘অনন্য’।

অনন্য’ আবৃত্তি অ্যালবামে আবহসংগীত পরিচালনা করেছেন সুরকার অসীম চন্দ বাপ্পি। অ্যালবামটির ভিজ্যুয়াল সম্পাদনা করেছেন আবু সাঈদ মো. সোহেল।

অ্যালবাম প্রসঙ্গে আবৃত্তিশিল্পী হামিদ উদ্দিন জানান, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রখ্যাত কবি রোকসানা আক্তারকে। তার ‘অনন্য’ সিরিজের নির্বাচিত ১০টি কবিতা আমার কণ্ঠে কবির বোধকে স্পর্শ করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের দারুণ সাড়া পাবো।

কবি রোকসানা আক্তার বলেন, আমার ‘অনন্য’ সিরিজের কবিতাগুলো আমার বিশেষ অনুভবের। আমার অব্যক্ত কথা, চিন্তা, স্মৃতিচারণ, সুখদুঃখগুলো এই কবিতাগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সেই চেষ্টা হামিদের কণ্ঠে প্রাণবন্ত হয়েছে। তার অসাধারণ পরিবেশনা শ্রোতাদের ভীষণ ভালো লাগবে এটা নিশ্চিত করে বলতে পারি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইম আইয়ুবের অল রাউন্ড নৈপুণ্যে ও. ইন্ডিজকে হারিয়ে শুভ সূচনা পাকিস্তানের
পরবর্তী নিবন্ধনরেন আবৃত্তি একাডেমির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা