কর্ণফুলীতে আয়ুব-বিবি ট্রাস্টের উদ্যোগে গাছের চারা বিতরণ

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে কর্ণফুলী উপজেলায় গাছেরচারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আয়ুববিবি ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে গতকাল শুক্রবার সকালে কর্ণফুলী উপজেলার আজিম পাড়া আজিমহাকিম স্কুল চত্বরে স্থানীয় সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। এসময় সমাজ সেবক মো. শাহজাহান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আয়ুববিবি ট্রাস্টের ভাইসচেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী।

লায়ন মো. হাকিম আলী বলেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষ আমাদের প্রাকৃতিক বন্ধু। বৃক্ষ সামাজিক ভারসাম্য রক্ষা করে। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এজন্য সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে।

সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের সভাপতি রমজান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম আবদুর রহিম, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন, আয়ূববিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মাহফুজ আহমদ, আজিমহাকিম স্কুলের প্রধান শিক্ষক মো. মনজুর আলম, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি মির্জা বাহার উদ্দিন, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আহমদ ও সাধারণ সম্পাদক মো. সেলিম খান, কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোরশেদ নুর। এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের প্রতিনিধি সিরাজুল ইসলাম, জাগরণী সংঘের রুবেল খান, মুক্ত বিহঙ্গ ক্লাবের দোস্ত মোহাম্মদ, ইছানগর যুব সংঘের রাজু আহমেদ, প্রত্যাশা ক্লাবের মো. ফরিদ, ইছানগর সবুজ ক্লাবের আবদুল্লাহ, নবীন কন্ঠের আনোয়ার করিম, কর্ণফুলী স্টুডেন্ট ফোরামের ইমতিয়াজ, কর্ণফুলী সমাজ কল্যাণ পরিষদের মো. ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসযোগ্য পৃথিবী গড়তে জলবায়ু পরিবর্তন মোকাবিলার আহ্বান গবেষকদের
পরবর্তী নিবন্ধইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে