জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিজয় মিছিল সফল করার লক্ষ্যে পটিয়া পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা গত ৩০ জুলাই বিকেলে ইন্দ্রপুল বায়তুশশরফ মিলনায়তনে জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে, আবছার উদ্দীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, ৫ আগস্ট পটিয়ায় উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠনের বিজয় মিছিল সফল করার মাধ্যমে, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে দলের নেতাকর্মীর নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেবে, কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না, সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, সাবেক কাউন্সিলর আমির হোসেন, নেতা ফরিদ আহমদ, জাফরুল ইসলাম, ফরিদ উদ্দীন, জয়নাল আবেদীন, আবদুল বারেক, মো. শফি, শহিদুল ইসলাম সাইফুদ্দিন, তৈয়বুর রহমান, শফিউল আলম, মো. শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি