নিউ ইয়র্কে দিদারুল পেলেন মরণোত্তর পদোন্নতি

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে দিদারুলের জানাজা হয়। তাতে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। জানাজার পর দিদারের মরদেহ নিয়ে যখন দাফনের উদ্দেশে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুলিশের চারটি হেলিকপ্টার টহল দেওয়ার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে দিদারুলকে প্রথম গ্রেডের ডিটেকটিভ হিসেবে মরণোত্তর পদোন্নতি দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। জানাজার আগে এ পদোন্নতির ঘোষণা আসে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশের কাছ থেকে। খবর বিডিনিউজের।

দিদারুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কাজ করে আসছিলেন। তিনি সেখানে মাবাবা, দুই ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে থাকতেন। সোমবার এক অস্ত্রধারী ম্যানহটনের একটি ভবনে ঢুকে দিদারুলসহ চারজনকে গুলি চালিয়ে হত্যা করে। এরপর আত্মহত্যা করে হামলাকারী। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সেদিন সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসে নিউ ইয়র্কে থিতু হয়েছিলেন। তিনি ছিলেন মাবাবার একমাত্র সন্তান।

পূর্ববর্তী নিবন্ধহিলভিউ আবাসিক কল্যাণ সমিতি নির্বাচনে তিনজনের ভোটদানে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্বৈরাচার বিরোধী আন্দোলনে ড্যাবের ভূমিকা প্রশংসনীয়