রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় গণরোষের কবলে পড়েছে এক কিশোর। তার নাম মো. জোনায়েদ (২২)। সে পূর্ব সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসা এলাকার মো. জমির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে ইসমাইল নামে এক কাঠমিস্ত্রীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে এলাকার কয়েকশো জনসাধারণ তাকে ধরে আনলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে এই ঘটনায় ভুক্তভোগী ইসমাইল অভিযুক্ত জোনায়েদ ও মামুন নামে দুই কিশোরের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করেন। এই মামলায় গতকাল শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার জোনায়েদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করেছে ভুক্তভোগী ইসমাইল। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চুরি, ছিনতাইসহ অপরাধ নির্মূলে পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।