প্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের স্বরাষ্ট্র, পূর্ত ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম নুরুল হক চৌধুরীর ৬৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল দশটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরুণ আইনজীবী নেতা হিসেবে মরহুম নুরুল হক চৌধুরী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর সুনজরে আসেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে পরবর্তীতে তিনি সরাজ্য পার্টির চীফ হুইপের দায়িত্ব পান।

মহাত্মা গান্ধীর আহ্বানে অহিংস অসহযোগ খিলাফত আন্দোলনে জড়িত হয়ে তিনি ব্রিটিশ রাজশক্তির রোষানলে পড়ে বহুদিন কারাবন্দি ছিলেন। দেশ বিভাগের পর থেকে তিনি নিখিল পাকিস্তান নেজামে ইসলাম পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের স্বরাষ্ট্র, পূর্ত ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এতে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ, ওমর ফারুক, আব্দুস সোবহান, রনজিত কুমার নাথ, পান্না আক্তার , মাসুদ রানা, লক্ষী নাথ, সঞ্জু রাণী ও মোঃ হাফিজ প্রমুখ। সভাশেষে মাওলানা আব্দুল কাদের মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের কাউন্সিল
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ চসিক স্কুল এন্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা